Skip to main content

sukh

কিছু সুখকে

  আমি নির্বাচন করিনি

      সে-ই আমায় নির্বাচিত করেছিল

 

        আলোর মত

আমি তার দু-হাত ধরে বলেছিলাম

 

     থাকবে?

         আগামীকাল

                 কিম্বা পরশু পর্যন্ত?

 

      "লোভী হোয়ো না"

 

         সে বলেছিল

 

             ঋষির মত

 

(ছবি Debasish Bose)

Category