Skip to main content

আমার আশেপাশে কিছু শব্দরা বরাবর ছিল
     এখনও আছে

ওদের যে বুঝি তা নয়
     আবার বুঝি নাও সেরকম নয়

খুব ব্যক্তিগত করে ওদের দেখি না
     ওরা সার্বজনীনও বোধহয় নয়

কোনো গভীর রাতে 
  একা একা নদীর পাশে হাঁটি যখন
শুনতে পাই ওরা আমার পিছু পিছু এসেছে

তবে কি শুধু আমিই ওদের সাথে ফিরি
   অথবা ওদের অস্তিত্বের একমাত্র জ্ঞাতা - তা নয়!
  ওরাও জানে আমায়, 
      এমনকি আমার এমন নিশীথ নির্জন পায়চারিটাও

Category