Skip to main content
 
 

কিছু রয়ে গেল না হারিয়ে
ওদের কি রাখতে চেয়েছিলাম?

কিছু হারিয়ে গেল না চাইতেও
ওদের কি হারাতে চেয়েছিলাম?

শেষ সূর্যাস্তের সামনে দাঁড়িয়ে সব প্রশ্ন ভুললাম
কোনোদিনই কি কোনো উত্তর পেয়েছিলাম?