Skip to main content


আমায়-
সফল হতে হবে
জ্ঞানী হতে হবে
গুণী হতে হবে
ধনী হতে হবে
মানী হতে হবে
সবেতে জিততে হবে
সব্বাইকে হারাতে হবে

এত চাপ কে দিল রে মাথায়?

হব না কিছু
যা ভাগ!

গভীর একটা শ্বাস নেব
উ-উ-উ-উ করে
বুক ভরে।
তারপর ছেড়ে দেব
হুসসস করে।
এরপর দু'হাত শূন্যে মেলে বলব-
"আমি কিছু না"
"আমি কেউ না"...

অমনি একটা ম্যাজিক হবে-

সব চাপও
'কিছু না' হয়ে যাবে
সাথে সাথেই-
ফুসসস করে।

Category