সৌরভ ভট্টাচার্য
8 November 2018
হঠাৎ করেই হারিয়ে গেল
সন্ধ্যের আকাশের সামনে দাঁড়িয়ে বললাম
হারিয়ে গেল
সন্ধ্যের আকাশ বলল, একটু দাঁড়াও
সারারাত দাঁড়িয়ে রইলাম
শেষ রাতে হলাম অধৈর্য, বললাম
কিছু বললে না যে
ভোর হচ্ছে,
আকাশের মুখে তারার বলিরেখা মিলিয়ে যাচ্ছে একে একে
শেষ তারাটা মিলিয়ে যেতে যেতে জিজ্ঞাসা করল
কি হারিয়েছিলে?
মনে করার চেষ্টা করলাম
মনে পড়ল না
বললাম, কিছু না