Skip to main content


পায়ের তলায় মাটি ছিল না কোনোদিন
মাথা ভরা কল্পনাও ছিল না ভিড় করে

আমার চারদিকে, চারপাশে 
              শুধু ইচ্ছা ছিল কিছু

এখনো আছে

ওরা ডাকনাম ছেড়ে, পোশাকী নামে সাজে
ওরা রাতের বেলা ডানা ঝাপটিয়ে আসে
   কিছু মধু এখনো বুকে আছে
                        কুঁড়িকে ভালোবেসে

Category