Skip to main content

কিছু মানুষ সারাজীবন কোথাও থাকে না-
বাড়িতে থাকে না, অফিসে থাকে না
ক্লাবে থাকে না, মাঠে থাকে না
বর্ষায় থাকে না, বসন্তে থাকে না
বন্ধুর সাথে না, পরিবারের সাথেও না
সত্যের দিকেও না, মিথ্যার দিকেও না
কাজেও থাকে না, অকাজেও থাকে না


যদিও ওরা ভাবে সব জায়গাতেই আছে -
অথচ সে নিজেই জানে না,
সে নিজের সাথেই আছে কি না!

Category