Skip to main content
 
       কিছু কিছু মিথ্যাকথা আসলে সত্যি হতে না পারা সত্যি কথা।
       যেমন ছেঁড়া ফ্রক পরা বাচ্চা মেয়েটা মায়ের আঁচলের তলায় লুকিয়ে বলল, আজ সকালে সে চারটে লুচি দিয়ে দুটো বেগুন ভাজা খেয়েছে। তার মা বড় বড় চোখ করে টাকাটা বাজারের ব্যাগের মধ্যে ভরে নিতে নিতে বলল, তাই!
       বাচ্চাটা রেগে ঠোঁট ফুলিয়ে মায়ের পায়ে মারতে লাগল, বলল, তাই...তাই...তাই।
রুগ্ন স্বামীর চিকিৎসার জন্য সাহায্য চাওয়া স্ত্রী বাচ্চাটাকে কোলে নিয়ে রাস্তায় যেতে যেতে বলল, আচ্ছা... আচ্ছা… আচ্ছা।
       এমন অনেক সত্যি হতে না পারা সত্যি কথা মিথ্যাকথা হয়ে সংসারে আনাচে-কানাচে পড়ে। ও হেলার জিনিস নয়। আড়ালে শুশ্রূষার জিনিস।