Skip to main content

কিছু কিছু ইচ্ছা

ভাষার কাছে ঋণী হতে চায় না

 

লুকোচুরি খেলতে খেলতে

  হঠাৎ যদি ধরা পড়ে যায়

    বিব্রত হয়ে বলে

      "এ আমি না, এ আমি না"

 

ভাষা বিভ্রান্ত তখন

  হাতের মুঠো দেয় খুলে

    শূন্য হাতের ভাঁজে লেগে থাকা

           অবশিষ্ট সৌরভ

       বলে, "ছলনা, শুধু ছলনা"

Category