Skip to main content


ভাবলাম দারুণ একটা মূর্তি গড়ব,
যা হবে সারা জীবনের সাধনা।
মাটি রঙ জল সব আনলাম হিসাব মত
সারাদিন গেল, রাত গেল, মাস গেল, বছর গেল।
আমার সারা হাত হল মাটি রঙ জল
সারা গায়ে কাদা
আর ছড়ানো ছেটানো রঙ চারিদিকে।
কিন্তু মূর্তি কই?
সারা ঘর খুঁজে বেড়ালাম,
কোথাও নেই, কোথাও নেই, কোথাও নেই!
ভয় করতে লাগল, তবে কি হেঁটে চলে গেল?
গলে গেল? ভেঙে টুকরো টুকরো হল কোথাও?


খুঁজতে খুঁজতে চোখ পড়ল আয়নায় হঠাৎ
চমকে উঠলাম- মূর্তি কই, এ যে আমি!
সব রঙ, মাটি, জল শুধু নিজের গায়েই
লেপে চলেছি এতকাল ধরে!


কিচ্ছু সৃষ্টি হল না!
কিচ্ছু না! কিচ্ছু না! কিচ্ছু না!

Category