sumanasya
10 December 2025
বড় ঠুনকো শব্দে চমকে ওঠো তুমি
বড় অল্প কথায় আঘাত পাও
বড় তুচ্ছ কারণে অপমানিতবোধ করো আজকাল
কী হয়েছে তোমার?
এত অভিমান জমিয়েছ সাধ করে
তোমার গোটা শরীরে এখন টসটসে অভিমানের পুঁজ
একবার গা ঝাড়া দাও
সোজা দাঁড়িয়ে দেখো
হৃত গৌরব হাহাকার করা
শূন্য ভাঁড়ার ঘর
তুচ্ছ ধ্বনির প্রতিধ্বনিতে
আর কতকাল ভোলাবে নিজেকে
ভরাবে নিজেকে?
শূন্য দিয়েও শুরু করা যায়
যদি শূন্যের দাও মান
শূন্যের আগে
মিথ্যা আস্ফালন না করে জোড়ো