Skip to main content

কি হলে যে ভালো হত, বুঝতে পারি না-

সকাল বেলায় রাত হলে, না রাতের বেলায় দিন হলে
বর্ষাকালে বরফ পড়লে, নাকি বসন্ততে বৃষ্টি হলে
আম গাছেতে পটল হলে, না উচ্ছে গাছে বেগুন হলে
বেহাগ গাইলে ভোরের বেলায়, না মাঝ রাতেতে টোড়ী হলে
অনেক কাল মনের সাথে থাকতে থাকতে ঘেঁটে গেলাম
কি সে যে তার আমোদ রে ভাই, কি সে দুঃখ, থই না পেলাম
আজব আজব খেয়াল রে তার, রাসেল যেন ভুবনডাঙায়
হাত পা ছড়িয়ে বসে আছেন মনের মধ্যে কি ঘোঁট পাকায়
যতই বলি ঘাট হয়েছে, নাইবে চলো গামছা আনি
হাঁ করে সে চেয়ে বলে, আমি পানিতে, না আমাতে পানি!
কি বে-আক্কেলে কথা রে ভাই, এত ভাবলে মানুষ বাঁচে!
আমার থেকে আমায় বাঁচায়, এমন বদ্যি কোথায় আছে?

Category