সৌরভ ভট্টাচার্য
22 August 2014
কাউকেই জোর দিয়ে বলিনা,
'কথা রেখো'।
কি হবে বলে?
'কথা রেখো'।
কি হবে বলে?
কারণ আমি জানি,
মানুষ সব চাইতে বেশি অসহায় তার নিজের কাছে,
তার স্বভাবের কাছে।
মানুষ সব চাইতে বেশি অসহায় তার নিজের কাছে,
তার স্বভাবের কাছে।
যে থাকার, সে না বললেও থাকে,
আর যে যাওয়ার - সে মাথা খুঁড়লে, পায়ে পড়লেও, আজ না হয় কাল যাবেই।
সামনের দরজা দিয়ে যাবার জোর না থাকলে,
আমার অজ্ঞাতে খুঁজবে পিছনের দরজা,
ছি ছি, তাতে লজ্জা দুজনেরই!
আর যে যাওয়ার - সে মাথা খুঁড়লে, পায়ে পড়লেও, আজ না হয় কাল যাবেই।
সামনের দরজা দিয়ে যাবার জোর না থাকলে,
আমার অজ্ঞাতে খুঁজবে পিছনের দরজা,
ছি ছি, তাতে লজ্জা দুজনেরই!
তাই কি হবে বলে?
ওই যে বললাম-
মানুষ সব চেয়ে বেশি অসহায় তার নিজের কাছে,
নিজের স্বভাবের কাছে।
মানুষ সব চেয়ে বেশি অসহায় তার নিজের কাছে,
নিজের স্বভাবের কাছে।
তাই যা পেয়েছি, যতটুকু পেয়েছি
কৃতার্থ মনে করি নিজেকে।
কোন দরজাতেই আর প্রহরী বসাই নি,
রাতের ঘুম রেখে বাজি।
কৃতার্থ মনে করি নিজেকে।
কোন দরজাতেই আর প্রহরী বসাই নি,
রাতের ঘুম রেখে বাজি।
কি হবে কাড়াকড়ি করে?
(ছবিঃ সুমন দাস)
(ছবিঃ সুমন দাস)