সৌরভ ভট্টাচার্য
1 April 2017
ব্যস্ত পাঁচমাথার মোড়ে দাঁড়িয়ে,
একা দুপুরে কোনো মাঠে বসে
শ্মশানের বাইরে বসে দাহ পূর্ণ হওয়ার অপেক্ষায়
কিম্বা মন্দির থেকে বেরিয়ে
অথবা সমুদ্রের ধারে
যখনই উপরের দিকে তাকিয়েছি
দেখেছি আকাশটা হাঁ করে নীচের দিকে তাকিয়ে
মানে পৃথিবীর দিকে আরকি
বারবার মনে হয়, কি এত তাকায়?
কিছু কি হারিয়েছে ওর এখানে?
নাকি আমারও কোনো হারানো আকাশ আছে?
যার ঠিকানা ওর কাছে!