Skip to main content

তুমি কে?

 

কেউ নও

 

খড়কুটো

 

সময় হলেই

উড়ে যাবে

 

উড়েই যেও

যেমনভাবে খড়কুটো উড়ে যায়

 

মান নেই

 

ভয় নেই

 

নিঃস্ব

Category