Skip to main content
 
দুটো হাত মুঠো
    বহুক্ষণ হল,
        ঘাম জমছে
 
হাত দুটো খুলেই দাও
   কিছু পাও, না পাও
      ঘামটা শুকিয়ে যাবে
 
যা হারাবে ভাবছ
    যদি তা তোমারই হয়
           ফিরে পাবে
 
মুঠো খুলেই দাও
    ঘামটা শুকিয়ে যাবে

Category