Skip to main content

তোকে দেখে ইস্তক
আমার বারোমাস জ্বর।


শুধু কি তাই?
খাবারে অরুচি।


আরো আছে-
অনিদ্রা।


ডাক্তার রোগ খুঁজছে
বাড়ির লোক খুঁজছে আগল


আমি খুঁজে ফিরছি
আমার একতারার মালিকের হদিস।

Category