খবর খবর খবর
ধর্ষিতা মেয়ের শরীরে এইচ আই ভি,
সে মেয়ে হাসপাতালে মাকে দেখে কান্নায় ভেঙে পড়লে
খবর
সেই কান্নার আওয়াজে আচমকা কোনো টিকটিকি
হাসপাতালের দেওয়াল থেকে মেঝেতে পড়লে
ব্রেকিং নিউজ
পাগল ছেলেটা ট্রেন চালাতে চাইছিল
বাদামওয়ালা হেসে কি বলেছিল?
সাধারণ কর্মচারী সুখেন দত্ত কেমন হেসেছিল? কলেজ পড়ুয়া
মেয়েটা ওয়াটস অ্যাপে ছবি তুলে কেমন পাঠিয়েছিল -
খবর
পাতায় পাতায় ভরতি ভরতি ঠাসাঠাসা খবর
টিভির পর্দায় পর্দায় গরম যুক্তির ছ্যাঁকা
আমরা ওরা বানিয়ে দাবার গুটি সাজানো
খেলুন। বিজ্ঞাপন বিরতিতে হিসি করে আসুন।
আবার খেলুন।
খবর খবর খবর
গিন্নী দেখছেন ঘরোয়া নাটক
কর্তা দেখছেন রাজনীতির নাটক
দু'জনেরই জিভে জল, চুকচুকে
পাড়ায় উন্নয়নের চাঁদা দেওয়া আছে
ছেলে মেয়েরা টিউটরের কাছে আছে
একই বডি ঠাণ্ডা মেরে গেছে
তার চাইতে এই ভাল
গরম গরম খবর
ধর্ষণ হলে কেমন লাগে?
ছেলে চাপা পড়লে কেমন লাগে?
বর অন্যের ঘরে রাতে ঢুকিয়ে দিলে কি কি হয়?
না খেতে পেলে কেমন লাগে?
এ ওর কোর্টে বল পাঠালে কতক্ষণ থাকে?
ও এর ধুতি খুলে দিলে সে কি বলে?
আসুন এসব শুনি
আসুন আলোচনা করি
চায়ে চিনি দিও না
মুড়িতে বেশি তেল দিও না
আজ অম্বলটা আবার বেড়েছে!
সেকালের চণ্ডীমণ্ডপ
একালের শীততাপনিয়ন্ত্রিত টিভির স্টুডিও
তুমিও থাকো
আমুও আছি
হুম
গণতন্ত্রের কেশাগ্র উৎপাটন করি
একসাথে, এসো