Skip to main content

ভাবনাগুলো কান্ডজ্ঞান হারিয়েছে
যেখানে সেখানে ছুটে ছুটে বেড়াচ্ছে
তাদের ধরে ধরে এনে একটা আস্ত 'মানে' তৈরী করতে চাইছি
একটু স্থির হয়ে বসলে তো!
এই ছবিটার সাথে ওই ছবিটা জুড়ে,
মাথার মধ্যে কি কিম্ভূত কোলাজ বানাচ্ছে,
                               বানিয়েই চলেছে।


বকুনিতে কাজ হবে না জানি,
এ খেয়ালের খেলা, খেলতে খেলতেই হবে ক্লান্ত,

তারপর ঘুমিয়ে পড়বে
আমার কোলের কাছে এসে।
তখন ওর ছড়িয়ে ফেলা খেয়ালগুলো, অনেক পুরোনো ছবিগুলো - যে গুলো
খেলার ঝোঁকে বার করেছিল, সে সব আবার
মনের এক্কেবারে নীচের অন্ধকার তাকটায় রেখে
ওকে বুকের কাছে টেনে ঘুমিয়ে পড়ব,
যেন কিচ্ছুটি হয় নি এতক্ষণ

Category