সৌরভ ভট্টাচার্য
6 May 2015
মন কি খড়ের গাদা!
কেউ জ্বলন্ত কিছু ফেলল অমনি ধরে গেল?
মন কি কাদার তাল!
কেউ একটু জল ছুঁড়ল অমনি গলে গেল?
মন কি ঘরের ডাস্টবিন!
যেই খুলেছ, অমনি গন্ধে টেকা দায় হল?
মন কি জং ছুরি!
যেই না ছোঁয়া লাগল, টিটেনাশ নিতে হল?
আরে তা নয়
আরে তা নয়
মন খেয়ালের হাওয়া
যাই আসুক
তাকেই সে ভাই, ভাসিয়ে নিয়ে চলল।