Skip to main content
kheyal hoyni

হঠাৎ মনে পড়ে গেল

           তোমার নাম

 

তখন সন্ধ্যে নামছে মাঠে,

  ক্ষীণ হয়ে আসা সূর্য

     প্রায় নিস্তেজ

          দিগন্তে

 

আলগা হয়ে যাওয়া মাফলারটা

ভালো করে জড়ালাম আবার

 

অবসন্ন পা বলল,

   এবার চলো।

 

Category