যে মানুষের সব সুখ-দুঃখ কোনো একটি বিশেষ মানুষকে ঘিরে, তার পক্ষে স্বাস্থ্যকরভাবে ভাল থাকা খুব মুশকিল। কারণ কোনো মানুষেরই ক্ষমতা নেই কোনো মানুষের এতটা মনোযোগের ভার বইতে পারে। এমনকি সে চাইলেও। অনেকেই যেমন কতটা খাবার খাওয়া তার স্বাস্থ্যের পক্ষে অনুকূল বুঝতে না পেরে, আকণ্ঠ খেয়ে হাঁসফাঁস করেন। তেমনই বহু মানুষই ঠিক কতটা প্রেম হজম করতে পারেন, তা না বুঝে ঝাঁপিয়ে পড়েন। তারপর? সেই হাঁসফাঁস!!!
তাই বেশ ভাল হয় নিজের চারদিকে নিজের একটা জগৎ তৈরী করে বাঁচা। এতে নিজেকে, অন্যকে - দুজনকেই রেহাই দেওয়া হয়। সেই খেলাঘরে কাউকেই বিশেষ বানানোর দরকার নেই, এমনকি নিজেকেও না। সেখানে মানুষই থাকতে হবে এমন কোনো বালাই নেই। বাগান থাকুক, গান থাকুক, আকাশ থাকুক, ছবি থাকুক, বই থাকুক। বিশ্বাসী হলে চিরকালের একার সাথীর সাথে থাকা যাক।
ভাল থাকা যাবে। স্বাধীন থাকা যাবে। আর জোর করে সব চেপে ধরতে চাইলে? "গভীর সুরে চাই নে চাই নে"... এই মন্ত্র। চাই না....চাই না....চাই না....
মেঘ কেটে যাবে।