সৌরভ ভট্টাচার্য
30 August 2014
"আমি একজন মানুষকে চিনতাম। সে সারা জীবন একটাও ভুল করে
নি।"
এই কথাটা যেই না বলেছি, এক পাগল হো হো করে হেসে লুটিয়ে পড়ল।
তারপর কোন রকমে সামলে বলল-
"এত বড় ভুলও মানুষে করে!"
বলেই সে আবার হো হো করে হেসে লুটিয়ে পড়ল।
এই কথাটা যেই না বলেছি, এক পাগল হো হো করে হেসে লুটিয়ে পড়ল।
তারপর কোন রকমে সামলে বলল-
"এত বড় ভুলও মানুষে করে!"
বলেই সে আবার হো হো করে হেসে লুটিয়ে পড়ল।
আমি বোকা বনে গেলুম পুরো।
তাই তো! এত বড় ভুলও মানুষ করে।
তাই তো! এত বড় ভুলও মানুষ করে।