সৌরভ ভট্টাচার্য
1 November 2019
কতটা জোরে দৌড়েছিলে?
কতটা ছিল পেশীর জোর?
কত নির্ভুল ছিল প্রতিটা পদক্ষেপ?
ফুসফুস ছিল উত্তুঙ্গ কর্মক্ষম?
হৃৎপিণ্ডে রক্ত চলকে ছিল সাগরের মত?
হবেও বা
কিন্তু এসব তো নয়,
আমি শুধু জানতে চাইছিলাম
রাস্তাটা কি সঠিক ছিল?
তবে তো হেঁটে গেলেও হত হয় তো?
খামোখা ঘাম ঝরালে পাগলের মত!