Skip to main content
কেউ পৌঁছায়নি
চলাটা কেবল থামিয়ে দিয়েছে কেউ কেউ
তুমি ওকে শান্তি বলো বুঝি? 
    আমি বলি না। 
  অশান্তিতে 'না' বলি না শুধু
       সমুদ্র বুকে মাঝি কি বলে -
                      "থাম ঢেউ"!