Skip to main content

চৌমাথা পেরিয়ে ভাবলে, এবার বুঝি একটা হিল্লে হল। যে রাস্তাটায় চলেছো সেটা যাবে সিধা। হয় না। তোমার সোজা রাস্তাটা পাঁচমাথার মোড়ে এনে দাঁড় করায় তোমায়।

তুমি মনে মনে বলো, বিশ্বাসঘাতক।
  অভিমান হয় তোমার।

আবার একটা সোজা রাস্তা। তুমি হয়ত আবার নিশ্চিন্ত। সামনে এসে দাঁড়ালো দশমাথার মোড়।

তুমি দীর্ঘশ্বাস ফেললে।
   অভিমান কুঁড়ি হয়ে ফুল হতে হতে ঝরে গেল।

এরকমই হয়
   কোনো রাস্তাই দিগন্তরেখা ছোঁয় না

  তবু তা বুঝতে কত মাথার মোড় পেরোতে হয়
         কত কঠিন সিদ্ধান্ত নিতে হয়
    কেউ জানে না
        পথও না, তুমিও না

Category