সৌরভ ভট্টাচার্য
28 March 2022
কেউ বলেনি
ভালোবাসতে হবে
তবু না ভালোবেসে কোনো রাস্তা পাবে না
দেখো
কেউ বলেনি
কাঁদতে হবে
তবু না কেঁদে ফুরানো রাস্তা ফুরাতে পারবে না
দেখো
কেউ বলবে না
ভুলে যেতে
তবু না ভুলে নতুন মোড়ে, নতুন ভাবে আসতে পারবে না
দেখো
[ছবি Debasish Bose]