সৌরভ ভট্টাচার্য
17 March 2019
দরজার পাল্লাদুটো ঘুমাচ্ছে
একে অপরকে জড়িয়ে
অনেকদিন হল অঘোষিত বার্তা -
কেউ আসার নেই
একে অপরকে জড়িয়ে
অনেকদিন হল অঘোষিত বার্তা -
কেউ আসার নেই
ব্রহ্মাণ্ডের আলো জানলা হয়ে এসে
ঘরের অন্ধকারের সাথে ভাব জমিয়ে বসেছে
ফিসফিস অমানবীয় কথা
অনাবিষ্কৃত প্রজাতির মত
ঘরের অন্ধকারের সাথে ভাব জমিয়ে বসেছে
ফিসফিস অমানবীয় কথা
অনাবিষ্কৃত প্রজাতির মত
চায়ের কাপ থেকে ওড়া ধোঁয়া
সংবেদনাহীন খবরের কাগজ
চেয়ারে বসা আমার অনিবার্য শরীর
সংবেদনাহীন খবরের কাগজ
চেয়ারে বসা আমার অনিবার্য শরীর
সকালের পটভূমি
প্রতিদিনের সকাল
প্রতিদিনের সকাল
ফসলকাটা মাঠের মত
মস্তিষ্ক কোষের শূন্য স্নায়বিক আবাদ
মস্তিষ্ক কোষের শূন্য স্নায়বিক আবাদ
ব্যথা নেই
শুধু পুরোনো রক্তের দাগ
কালো হয়ে আছে
জমে
শুধু পুরোনো রক্তের দাগ
কালো হয়ে আছে
জমে
কেউ আসার নেই
অঘোষিত ঘোষণায়
পথিক ফিরে গেছে
কবে
অঘোষিত ঘোষণায়
পথিক ফিরে গেছে
কবে