Skip to main content
বন্ধ হয়ে যাওয়া রাস্তাটার দিকে তাকিয়ে অনেকক্ষণ বসে ছিলাম।
পায়ে ঝিঁঝিঁ ধরে এলো। তবু উঠলাম না।
সন্ধ্যা হয়ে গেল। কেউ আছো?
 
মরা নদীটার চরে বসে বসে বিকাল হয়ে গেল,
কোমর টনটনিয়ে উঠল ব্যাথায়।
তবু ছিপ আর ভাঙা ডিঙি নিয়ে বসে থাকলাম।
রাত হয়ে এল। কেউ আছো?