সৌরভ ভট্টাচার্য
17 August 2015
তোমার সাজানো সংসারে
খুব সন্তর্পণে চলি
আমার হাতে পায়ে লেগে
এটা ওটা ছিটকে পড়ে
এধার ওধার
কিছু জিনিস
বে-আব্রু হয়ে পড়ে,
আমার গায়ের বাতাস লেগে।
তুমি আমায় বলো,
"তোমার হাতে পায়ে বাঁধা অলক্ষী"!
হবে হয় তো। তবু বলি-
এতো আলগা কেন গো, তোমার সংসারে সব কিছু?