সৌরভ ভট্টাচার্য
2 May 2019
শুকনো খটখটে রাস্তাটায় ভর দুপুরে হেঁটে গেলাম
রাস্তার দু-ধারে বড় বড় গাছগুলো
নিঃসঙ্গ,
ছাড়াছাড়া
একা
রাস্তার দু-ধারে বড় বড় গাছগুলো
নিঃসঙ্গ,
ছাড়াছাড়া
একা
তারপর কোথা থেকে কি হল
একচোট বৃষ্টি হয়ে গেল
একচোট বৃষ্টি হয়ে গেল
রাস্তাটা ভিজে
ভিজে রাস্তার উপরে প্রতিচ্ছবি-
দুপাশে দাঁড়ানো গাছেদের, নীল আকাশের
এমনকি আমারও,
সব একসাথে
ভিজে রাস্তার ক্যানভাসে
ভিজে রাস্তার উপরে প্রতিচ্ছবি-
দুপাশে দাঁড়ানো গাছেদের, নীল আকাশের
এমনকি আমারও,
সব একসাথে
ভিজে রাস্তার ক্যানভাসে
ভিজলে প্রতিচ্ছবি পড়ে
টলটল করে,
শুকনো মানুষেরা বুঝতে পারে না
ভিজে মানুষেরা কেন জলছাপ পায়ে হাঁটে
টলটল করে,
শুকনো মানুষেরা বুঝতে পারে না
ভিজে মানুষেরা কেন জলছাপ পায়ে হাঁটে