sumanasya
1 December 2022
কোনো কোনো চোখ বড় বিচ্ছিন্ন হয়
এলোমেলো তাকায় এদিক ওদিক
বুঝতে পারি
ও থাকতে চাইছে না আর
কিন্তু যাবে কোথায় ?
মাথার মধ্যে সাঁটা
বহু যত্নে লালিত
সভ্যতার মানচিত্র
অনতিক্রম্য
মনে হয়
কাঁধে হাত রেখে বলি
কোনো দুর্ঘটনা ঘটিও না যেন
"কেউ দায়ী নয়" লিখে
কেউ অতর্কিতে
এমন অভিমানে চলে গেলে
মনে হয়
আমাকেও তো সে দায়ী করে গেল
"কেউ দায়ী নয়" লিখে
যেও না
অবসাদ
উফ, কি করবে তুমি,
সে রাস্তায় কেন যাবে
যে রাস্তায় একবার গেলে
ফেরা যায় না আর,
এমনকি যেখানে
নিজেকে ডেকেও পাওয়া যায় না!
অভিমান, ভালোবাসা
সব অস্তিত্বের অতীত
এমনকি বিষাদও
কেন যাবে?