Skip to main content
 
একটা মিথ্যাকে বলতে বলতে নাকি সেটা সত্যি হয়ে যায়?
 
মিথ্যাকথা।
 
তুমি অভ্যস্ত হয়ে যাওয়াকে সত্য হওয়া বলো নাকি?
 
তবে মানুষ এত আদর করে, এত যত্ন করে, এত আকুল হয়ে
 
     একটা দমকা সব্বনেশে সব হারানো 
           কান্নার জন্য অপেক্ষা করে কেন?
 

Category