Skip to main content

সদ্য ফোটা ফুলের উপর

সবুজ পাতার উপর
যখন ভোরের শিশির পড়ল
বিন্দু বিন্দু মুক্তোর মত জ্বলে উঠল
রবিরশ্মির প্রথম কিরণে

মাধুর্য বলল, আহা! 

শুকনো পাতার উপর
শুকনো ডালের উপর
ভোরের শিশির পড়ল যখন

বাসনা বলল, এত অকিঞ্চিৎকর তুমি!

শিরিরকণা বলল, কেন?

বাসনা বলল,
   দাবানলে পুড়ব যখন
       পারবে আমায় রক্ষা করতে? 

ক্ষোভ বলে উঠল, অসহ্য! 

দাবানল লাগল

মাধুর্য
    সতেজ ফুল, পাতায় 
         শিশিরে স্নাত হতে হতে বলল, আহা!

ছাইয়ের উপর জমা শিশিরবিন্দুকে
     ছাই জিজ্ঞাসা করল, কে তুমি?

শিশির বলল,
      তুচ্ছ কণা! 

ছাইয়ের দীর্ঘশ্বাসে কেঁপে উঠল তার শরীর

Category