সৌরভ ভট্টাচার্য
12 May 2017
ফুলের শোভায় মুগ্ধ চোখ বৃন্তের সাদামাটা চেহারাকে উপেক্ষাই করে। ফুলই একমাত্র বোঝে, কে কাছের - বৃন্ত না মুগ্ধ চোখ।
ভুলে থাকতে সেই দেয়, যে ভুলে থাকার আয়ুষ্কাল সম্বন্ধে নিঃসংশয়। যাকে অনায়াসেই ভোলা যায় তার ভালোবাসা তাই সবচেয়ে শক্তিশালী ভালোবাসা। পায়ের তলার মাটির মত।