Skip to main content

যতবার সমুদ্রের জল হাতে নিয়েছি
     ততবার দেখেছি জলের রঙ নীল নয়!
                             সাদা
এতবড় সমুদ্রতেও কি প্রবঞ্চনা তবে?

আকাশের দিকে এক পা, এক পা করে গেছি, চুপি চুপি
     একরত্তি নীলও যদি পাই!
সেখানেও শুধু ফাঁকি ফাঁকি আর ফাঁকি

শুধু ঘাস ফেরায়নি কোনোদিন সবুজ রঙ না মাখিয়ে হাতের মুঠোয়
    মাটি ফেরায়নি কখনো মেটে রঙ দুটো পায়ে না বুলিয়ে

লোকে বলে, ভুল নাকি আমার দেখার।
   হবেও বা, তর্ক করি না, শুধু ভাবি -
আমিও কি হতাশ করিনি কখনো কাউকে মিথ্যা নীলের আশ্বাসে?
   মাটির মত, ঘাসের মত পেরেছি কি কথা রাখতে?

কে দেবে উত্তর?

Category