সৌরভ ভট্টাচার্য
5 December 2015
কুঁড়ি নিয়ে বেরিয়েছিলাম মাথায় করে, ঝাঁকায় করে
তুমি বললে, কিসের কুঁড়ি? কি ফুল ফোটে? দেখি তো নামাও মাথা থেকে, মাটির পরে।
তুমি বললে, কিসের কুঁড়ি? কি ফুল ফোটে? দেখি তো নামাও মাথা থেকে, মাটির পরে।
লজ্জা পেলাম। কি করে বলি কি ফুল ফোটে?
না বলা কথা কুঁড়ি হয়ে রোজই ধরে বাগান ভরে
তারে যে তুলি, সাধ্য কোথায়, থাকি বসে ধৈর্য্য ধরে
যদি তা ফোটে- যে কথা তোমায় বলব বলে আছি বসে
নিয়ে তা আসি, রেখে তা যাই, কোথাও তোমার আশেপাশে
না বলা কথা কুঁড়ি হয়ে রোজই ধরে বাগান ভরে
তারে যে তুলি, সাধ্য কোথায়, থাকি বসে ধৈর্য্য ধরে
যদি তা ফোটে- যে কথা তোমায় বলব বলে আছি বসে
নিয়ে তা আসি, রেখে তা যাই, কোথাও তোমার আশেপাশে
হয় না জানো! ভ্রমর কোথায়?
কুঁড়িগুলো সব মাটিতে ঝরে
না বলা কথা, আলো না দেখে
মনেতে ভাবি, তা আনি যদি, তোমার স্পর্শে যদি তা জাগে!
কুঁড়িগুলো সব মাটিতে ঝরে
না বলা কথা, আলো না দেখে
মনেতে ভাবি, তা আনি যদি, তোমার স্পর্শে যদি তা জাগে!
তাই এ ভার, মাথার উপর, তোমার আশায় সে কুঁড়ি আছে
নিলে তা হাতে
দুরুদুরু বুক
জানি না তো গো -
কোন কুঁড়িতে সে কথা আছে?
দুরুদুরু বুক
জানি না তো গো -
কোন কুঁড়িতে সে কথা আছে?
প্রতিটা দিন সে কুঁড়ি আমার
তোমার আলোর স্পর্শ লেগে
কি জানি সে ভোর আর কত দূর
যে ভোরে আমার সে কথা জেগে!
তোমার আলোর স্পর্শ লেগে
কি জানি সে ভোর আর কত দূর
যে ভোরে আমার সে কথা জেগে!