Skip to main content
মানুষকে ভালোবেসে, সহমর্মিতা নিয়ে তার পাশে দাঁড়াতে কোনো পন্থীর বা নীতির হতে হয় বুঝি? মানুষকে অনুভব করার সে ক্ষমতা তো বিধাতা সৃষ্টির আদিলগ্নেই আমাদের হৃদয়ে দিয়ে রেখেছেন। 
তবে হ্যাঁ, মানুষকে ব্যবহার করতে কৌশলের প্রয়োজনীয়তা আছে বৈ কি। তখন কত পন্থী, কত উপপন্থী... কত রাজা, কত মন্ত্রী, কত বাঁশ, কত কঞ্চি! এ বেশ বুঝি। তাই বলুন না কেন সোজাসুজি! খামোখা আমাদের পাশে দাঁড়িয়ে কুম্ভীরাশ্রু বিসর্জন করেন ক্যান?
দেখো বাপু, চালাতে হয় এসো, দু'জনে মিলে রফা করা যাবেখন। আপনার কোম্পানীর জামা আমার গায়ে হবেই এ তো আর জোর দিয়ে বলতে পারি না। তবু জামা বেচতে আসলে বেচুবাবু সেজেই আসুন, অকারণে আত্মীয় সাজার অভিনয় করবেন না। হাসি পায়।