সৌরভ ভট্টাচার্য
26 September 2017
ফুলগাছটা কেনার সময় খেয়াল করেনি, ফুলটার রঙ, পাপড়ির বাহার শুধু চোখে পড়েছিল,
কাঁটাগুলো খেয়াল করল বাড়িতে আনার পর।
এখন
যতই ফুল ফুটুক, বাড়ির কারোরই আর সেদিকে চোখ পড়ে না। সারাদিন শুধু একটাই আক্ষেপ! -
ইস! আগে চোখে পড়ল না!
ফুলগাছটাও ভুলতে বসেছিল, তার ফুল আছে।
সে ফুলের রঙ আছে, বাহার আছে। সে যেন শুধুই কাঁটার ঝাড়।
একটা প্রজাপতি রোজ আসে ভোরের সময় আর সন্ধ্যেবেলা। সে শুধু বলে তার
ফুলের কথা, বাহারের কথা। ফুলগাছটার কুঁড়ির পাশে বসে তাকে আশ্বাস দেয়, জাগো জাগো,
আমি আছি!
এখন উঠতে বসতে ফিসফিসানি - কুলটা!