Skip to main content
 
যেন তুমি 
   তুমিই ছিলে চিরকাল
 
যেন আমারই
    আমি হয়ে ওঠা হল না
 
কেউ কিছু জানল না
 
শুধু সূর্যোদয়ের অপেক্ষায় থেকে থেকে
   কুয়াশারা যেন প্রতিবেশী হয়ে গেল
         আমাদের অজান্তেই

Category