সৌরভ ভট্টাচার্য
11 October 2020
রাস্তাটা যেন শেষ হবে না
ভীষণ কুয়াশা, ভিজে স্যাঁতসেঁতে চারদিক
মোড়ের পর মোড় পেরিয়ে যাচ্ছি
প্রতিটা মোড়েই আমি আমি
প্রতিটা পাহাড়ের চূড়ায়, ঝরণায়, পাইনের জঙ্গলে
শুধু আমি, আমি আর আমিই
নিজেকে মানিয়ে নিতে নিতে
নিজেকে শতভাগে বিভক্ত করতে করতে
টুকরো টুকরো আমিগুলোর
বাজারদর ঠিক করছি
শীতলঘরে শোয়ানো আছে এখনও কত আমি-র খণ্ড,
বাজার প্রত্যাখ্যাত
এইসব আমি নিয়ে বড় অপ্রস্তুত বিভ্রান্ত যে আমি
তাকে কোনো একদিন
এক অপ্রাকৃত স্বপ্ন দংশন করেছিল
কখন কোথায় কিভাবে
কেউ জানে না