Skip to main content

 

একদিন নিজের জন্যেই নিজে উদাসীন হবে

বাসা বদলাতে বদলাতে

   একদিন নিজের বাসা পেতেই হবে তোমাকে

তারপর দেখবে

এই পৃথিবীর আহ্নিকগতি বার্ষিকগতি, ঋতুপরিবর্তন

    সবই তোমাকে নিয়ে

         তোমাকে ঘিরে নয়

শান্ত হবে। সুস্থ লাগবে কত যুগ পর।

জানবে কী দুর্লভ মাধুরী

   তোমার ফেরার অপেক্ষায় ছিল

তোমারই আগমনী তোমাকে শুনিয়ে যাবে বলে

          কত যুগের অপেক্ষা যেন তার!

Category