সৌরভ ভট্টাচার্য
6 February 2017
তোমার কথা বলব
শুধু তোমার কথা বলব
যারা তোমার কথা বলল
তাদের কথা বলব
কি বলব?
বলব তুমি আগল নও
বলব তুমি দূর নও
বলব তুমি জটিল নও
বলব তুমি ভয় নও
বলব তুমি প্রেম
বলব তুমি আলো
বলব তুমি বন্ধু
যে তোমার কথা বলে
সে পর নয়
সে একা নয়
সে স্বার্থের নয়
সে আতঙ্ক নয়
তুমি শান্তি
তুমি গতি
তুমি স্থিতি
সে আর তুমি
পৃথক নও