Skip to main content

তোমার কথা বলব
শুধু তোমার কথা বলব
যারা তোমার কথা বলল
        তাদের কথা বলব

কি বলব?

বলব তুমি আগল নও
বলব তুমি দূর নও
বলব তুমি জটিল নও
বলব তুমি ভয় নও

বলব তুমি প্রেম
বলব তুমি আলো
বলব তুমি বন্ধু

যে তোমার কথা বলে

সে পর নয়
সে একা নয়
সে স্বার্থের নয়
সে আতঙ্ক নয়

তুমি শান্তি
তুমি গতি
তুমি স্থিতি


সে আর তুমি
    পৃথক নও

Category