সৌরভ ভট্টাচার্য 2 November 2015 কথা ছিল একসাথে যাব স্নানে দীঘির জলে একসাথে দেব ডুব একসাথে উঠব পাড়ে দীঘির পথে যাওয়ার সময় এমনকি তোমার হাত ধরে জলে নামার সময়ও- আমি বিন্দুমাত্র জানতাম না জানো, তুমি এত ভাল ডুব সাঁতার জানো! Category কবিতা Log in or register to post comments5 views