সৌরভ ভট্টাচার্য
6 November 2018
কাটাকুটি খেলা চলছে। হঠাৎ কে একজন চীৎকার করে বলে উঠল, আমার পুট পড়েছে, পুট.. পুট.. পুট। যেই না বলা, অমনি একজন কাছা খুলে মেঝেতে ডিগবাজি খেয়ে বলতে লেগেছে, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে। কেউ নেচে উঠে বলল, ছু কিত.. কিত.. কিত... কেউ হামাগুড়ি দিয়ে কারোর পিছনে লুকিয়ে বলল, টুকি!
এরকম নানা গোলমাল দেখে একজন পথিক, যে কিনা ভিনদেশি, সে জিজ্ঞাসা করল, "কিন্তু ভাই আপনারা কোন খেলাটা খেলছেন তাই তো বুঝছি না"।
তার কথা শুনে সবাই এ ওর মুখের দিকে চাইল, তারপর হো হো হেসে উঠে বলল, "আরে নামটা তো ইচ্ছা মত বসিয়ে নিলেই হয়। তোমরা যাকে লুডো বলো, আমাদের ইচ্ছা আমরা তাকে আজ থেকে কাবাডি বলব, তোমরা যাকে কাবাডি বলো আমরা তাকে লুকোচুরি বলব। তুমি খবরের কাগজ পড়ো না নাকি ভায়া অ্যাঁ!!!"
তবে খেলার কোনো নিয়ম থাকবে না? ভিনদেশি জিজ্ঞাসা করল অবাক হয়ে।
"থাকবে, তবে তোমাদের মত না, আমাদের মত, শুধু দেখতে হবে প্রতিপক্ষ যেন কেউ না থাকে, এই প্রধান নিয়ম"।