সৌরভ ভট্টাচার্য
8 December 2015
মাতালটা পুকুরের ধার ঘেঁষে বসে
চিৎকারের সাথে বেরোচ্ছে, বিষবমি,
অশ্লীল শব্দ বন্ধনে
শুনছে কে?
শান্ত পুকুর সন্ধ্যার অন্ধকারে একলা সাক্ষী
কিছু জোনাকি, আধ-ঘুমন্ত কুকুর
রাস্তার ধারে
ভয় পেলাম, আরে পড়ে যায় যদি
অতল জলে, তলাবে যে রে!
এগিয়ে গেলাম
দুজন যুবক গল্পে মশগুল, মুখে জ্বলন্ত বিড়ি
হাতে সেল্ফির প্রস্তুতি
বললাম, আরে ও পড়বে যে রে, চলো না ভাই ধরাধরি করে
ফিরিয়ে আনি এ সংসারে, মাতালটারে!
হাসল ওরা, অভয়দান
আরে দাদা নিশ্চিন্তে যান
সারাটা রাত চষে ফেলবে এ পাড় ও পাড় -
রোজই করে
রোজই করে!
পুকুর স্বাক্ষী তবে? পুকুরই বিষ-দান!
এত জ্বালাপোড়া সব নেভাবে
বুকেতে বিষ, মাথাতে বিষ
এত বিষ জ্বালা সব জুড়াবে?
ক'টা সাঁতারে?