সৌরভ ভট্টাচার্য 19 December 2014 আমার চারিদিকে চারটে দেওয়াল আছে জানতাম না তো একি অন্ধকার! আমি হাতড়ে হাতড়ে দরজা খুঁজছি। মাথা ঠুকছে বার বার এ দেওয়াল সে দেওয়ালে একটা জানলাও কি নেই? পাচ্ছি না তো? মাথার উপরে আকাশ না শামিয়ানা? পায়ের নীচে মাটি না চোরবালি? Category কবিতা Log in or register to post comments