Skip to main content
আমার আনমনা শরীরে তুমি হাত রেখেছিলে
একটা করবী বৃন্তচ্যুত হয়েছিল সেই মুহুর্তে
   ঘাসে পড়েছিল মুখ গুঁজে

      তবু তার আক্ষেপ ছিল না জানো
সে জানত - বৃন্তের মান বাঁধনে না। সমর্পণে।

আজ সে করবী গাছে অনেক ফুল
ভ্রমর নিয়ম করে আসে
 
             নিয়ম করে ফেরে

অনিয়মের বার্তা নেই আকাশে বাতাসে কোথাও

করবীগুলোর দীর্ঘশ্বাসে ঘাসগুলো হলুদ এখন
আমি মাড়িয়ে এলাম এইমাত্র। ওরা আহাটুকু করল না।
করবী গাছটা বলল আমায় ইশারায়
ওর সাথে দেখা হলে জিজ্ঞাসা কোরো -
      সেকি ভুলেছে আমায় একেবারে?

হ্যাঁ গো সত্যিই কি তাই? 
দাও না একমুঠো কালবৈশাখী মঞ্জুর করে!
 

Category