Skip to main content

ফুলের পুংকেশরচক্ররা ঠিক করল
    গর্ভকেশরচক্র দিবস পালন করবে
কারণ পুংকেশরচক্ররা নিজেদের পুরো ফুল বলে জানত

গাছের ডালগুলো ঠিক করল
   শিকড় দিবস পালন করবে
কারণ ডালগুলো নিজেদের পুরো গাছ বলে জানত

কয়েকটা ঢেউ ঠিক করেছিল
   সমুদ্রতল দিবস পালন করবে
কারণ ওরা নিজেদের পুরো সমুদ্র বলে জানত

হৃৎপিণ্ডের ডান অলিন্দ-নিলয় ঠিক করল
   বাম অলিন্দ-নিলয় দিবস পালন করবে
কারণ ডানপক্ষেরা নিজেদের পুরো হৃৎপিণ্ড বলে জানত

কারা যেন ঠিক করল নারীদিবস পালন করবে
   তারা যেন ভাবত সারাটা পৃথিবী...

দক্ষিণেশ্বর থেকে সোনাগাছি অট্টহাসিতে ফেটে পড়ল...

Category