সৌরভ ভট্টাচার্য
6 December 2014
কাপুরুষ
--------
লোকটা
যখন বউ এর গালাগালি খায়
তার মায়ের মুখটা মনে পড়ে
সে মনে মনে বলে, বলেই চলে, বলেই চলে
সে কাউকে চায় না, চায় না, চায় না
লোকটা
যখন অফিসে বসের গালাগালি খায়
তার বাবার মুখটা মনে পড়ে
সে মনে মনে বলে, বলেই চলে, বলেই চলে
সে কাউকে চায় না, চায় না, চায় না
লোকটাকে
যখন ওর বন্ধুরা টিটকিরি করে
তার নিজের ছোটবেলার মুখটা মনে পড়ে
সে মনে মনে বলে, বলেই চলে, বলেই চলে
সে কাউকে চায় না, চায় না, চায় না
তবু তার গভীর সংশয়
তবু ওরা তার পাশে কেন?
সে কি চেয়েছিল কখনো ওদের
নাকি ওরা চেয়েছিল তাকে?
মহা পুরুষ(?)
------------
এতো জোরে জোরে হাঁটো কেন তুমি?
তোমার কি পায়ের তলায় চাকা?
নাকি নিজেকে বানাতে চাও অশ্বমেধের ঘোড়া
ততটা পাবে বলে, যতটা হাঁটবে!
এত জোরে জোরে কথা বলো কেন তুমি?
তোমার গলার নীচে কি মাইক?
নাকি ভাব শব্দভেদী বাণে করবে বিশ্বজয়
যেখানেই শব্দ পৌঁছাক, সব ঘায়েল!
এত বড় বড় প্রতিশ্রুতি দাও কেন তুমি?
তোমার ঘরে কি আলাদিনের প্রদীপ?
নাকি ভবিষ্যতের মোহে ঢাকতে চাও বর্তমান
এত কালা কানা আছে বুঝলে কি করে?
এত সরল কেন তুমি, যেন জলও লাগে জটিল?
তুমি কি জলের আগেই জন্মেছিলে?
নাকি তোমার অভিনয় ক্ষমতায় তোমার অগাধ আস্থা
জানলে কি করে চারিদিকে এত মুন্ডুহীন চোখ কান?
তুমি কি জলের আগেই জন্মেছিলে?
নাকি তোমার অভিনয় ক্ষমতায় তোমার অগাধ আস্থা
জানলে কি করে চারিদিকে এত মুন্ডুহীন চোখ কান?